ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ভরিতে এক হাজার ৪০০ টাকা।
আগামীকাল বুধবার থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণের ৫০ হাজার ৭৩৮ টাকায় বিক্রি হবে। এছাড়া অন্যান্য মানের স্বর্ণের দাম বেড়েছে ভরিতে এক হাজার ৩০০ টাকার মতো।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানান তিনি।
এতে, ২২ ক্যারট স্বর্ণের দাম ৪,৩৫০ টাকা, ২১ ক্যারট ৪,১৫০ টাকা, ১৮ ক্যারট ৩,৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদব্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ২,২৭৫ টাকা এবং ২১ গ্রাম ক্যাডমিয়াম রুপার দাম ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজকের বাজার:এলকে/ ৯ জানুয়ারি ২০১৮