বলিউডের দুই তারকা হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের দ্বন্ধের খবরটা সবারই জানা। ২০১৭- তে দুজনের বিরোধ এতোটাই তুঙ্গে ছিলো যে কঙ্গনা মামলাও করেছিলেন হৃত্বিকের বিরুদ্ধে। দুজনের সে লড়াই এতোদিন কিছুটা চাপা পড়ে থাকলেও ,এবার নতুন লড়াইয়ে মুখোমুখি এই দুই তারকা।
জানা গেছে, ২০১৯ সালের ২৫ জানুয়ারি রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে কঙ্গনার নতুন ছবি ‘মনিকর্নিকাঃ দ্য কুইন অব ঝাঁসি’। একই দিনে মুক্তি দেয়ার জন্যে নির্ধারণ করা হয়েছে হৃত্বিকের নতুন বায়োগ্রাফিক্যাল ছবি ‘সুপার ৩০’। বক্স অফিসে এমন মুখোমুখির খবরে নড়েচড়ে বসেছেন এই দুই তারকার ভক্তরাও।
মনিকর্নিকা ছবিটি চলতি বছর মুক্তি দেয়ার কথা থাকলেও ছবিটির মুক্তি পিছিয়ে ২৫ জানুয়ারী নির্ধারণ করা হয়।
কোন ছবি বক্স অফিসে সাফল্য পাবে, সেটা দর্শকরাই ঠিক করবেন। তবে চলচ্চিত্রপ্রেমীরা এখন থেকেই এই দুই তারকার লড়াই দেখার জন্য তৈরি হচ্ছেন।
এসএম/