আবাসিক হোটেল থেকে গলা কাটা লাশ উদ্ধার

রাজধানীর বংশাল রোডের ১৪৫ নম্বর হোটেল আরাফাত এর ২য় তলা থেকে আনোয়ার হোসেন (৩৮) নামে এক হোটেল ম্যানেজারের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার ২৬ আগস্ট সকালে লাশটি উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ। এরপর সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।

বংশাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কায়কোবাদ কাজী জানান, সকালে খবর পেয়ে ম্যানেজারের গলা কাটা লাশ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে হোটেলের কর্মচারিরা জড়িত থাকতে পারে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে।

আজকের বাজার: আরআর/ ২৬ আগস্ট ২০১৭