আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মাহমুদুর রহমান মেহেরাজ (২৮) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেরাজ নোয়াখালীর সেনবাগ উপজেলার বীর নারায়ণপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

নিহত মেহেরাজের পারিবারের সদস্যরা জানান, শনিবার কাজ শেষে মেহেরাজ গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ হেলিকপ্টারে তাকে দুবাই আল রাশেদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তারা জানান, মেহেরাজ-এর লাশ দুবাই পুলিশ হেডকোয়ার্টারে রয়েছে। লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ, ২০১২ সালে কেএফসি কোম্পানিতে চাকরি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান মেহেরাজ। গত বছরের অক্টোবরে গ্রামে এসে বিয়ে করেন তিনি। পরে মার্চ মাসে দেশে এসে স্ত্রীকেও সঙ্গে নিয়ে যান তিনি।

এস/