সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটকে পড়া ২৪৩ জন বাংলাদেশী দেশে ফিরেছেন। করোনা ভাইরাসের কারণে তারা দেশটিতে এতদিন আটকা ছিলেন।
ইউএই’র রাজধানী আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৪১৪৮) তারা বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বৈশ্বিক করোনা (কভিড-১৯) পরিস্থিতির প্রেক্ষাপটে বিমানের কাছ থেকে ভাড়া নিয়ে এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা নেয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: শওকত হোসেন আবুধাবি থেকে আসা বিমানের বিশেষ ফ্লাইটের সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার বিকেলে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের পরামর্শ অনুযায়ি এসব বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বিমানের মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন টেলিফোনে জানান, ইউএই থেকে দেশে ফিরিয়ে আসা বাংলাদেশীদের অধিকাংশই সে দেশে বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন।