আবুল সেম খান এবং কামরুল ইসলাম, এফসিএ ২০১৮ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডার্স্টির (ডিসিসিআই) যথাক্রমে সভাপতি ও ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন এবং রিয়াদ হোসেন সহ-সভাপতি হিসেবে নব-নির্বাচিত হয়েছেন।
শবার ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ডিসিসিআইয়ের ৫৬তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতরা দায়িত্ব গ্রহণ করেন। ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন, আন্দালিব হাসান, ইঞ্জিঃ মোঃ আল আমিন, মোহাম্মদ বাশীর উদ্দিন, নূহের লতিফ খান, এস এম জিল্লর রহমান এবং ওয়াকার আহমেদ চৌধুরী। ঢাকা চেম্বারের পুনঃনির্বাচিত সভাপতি আবুল কাসেম খান ১৯৬৮ সালে চট্টামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে ব্যবসা প্রশাসনে উচ্চ শিক্ষা লাভ করেন। তিনি ১৯৯২-১৯৯৬ সাল পর্যন্ত ব্যাংকিং পেশায় নিয়োজিত ছিলেন এবং ১৯৯৬ সাল হতে পারিবারিক ব্যবসায় যোগদান করেন।
তিনি বর্তমানে এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন যেটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের বেসরকারিখাতের প্রাচীন শিল্প-প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ২০১০ সালে ঢাকা ডিসিসিআইয়ের সভাপতি হিসেবে বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০তম বৃহৎ অর্থনীতির দেশে রূপান্তরের লক্ষ্যে ‘বাংলাদেশ ২০৩০- স্ট্র্যাটেজি ফর গ্রোথ’ শীর্ষক একটি রূপকল্প প্রদান করেন।
আজকের বাজার : এসএস/আরআর/ ২৩ ডিসেম্বর ২০১৭।