মহান মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
আজ এক শোকবার্তায় তিনি মরহুম আবু ওসমান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসাবে আবু ওসমান চৌধুরী’র বীরত্বপূর্ণ অবদানের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান