তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় তিনি বলেন, ‘বাঙালির শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধে এদেশের সূর্য সন্তান আবু ওসমান চৌধুরীর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এই মহান ব্যক্তির মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। যিনি ছিলেন তরুণ প্রজন্মের আলোকবর্তিকা।’
ডা. মুরাদ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আবু ওসমান চৌধুরী আজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান