ভারতীয় অভিনেত্রী আমায়রা দস্তুর। ১৬ বছর বয়সে পা রাখেন মডেলিংয়ের জগতে। অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে ‘ইশাক’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবেদনময়ী এই অভিনেত্রীর বলিউড জীবন শুরু। তামিল ছবিতেও অভিনয়ের আলো ছড়িয়েছেন আমায়রা।
সেখানে ‘আনেগান’ ছবিতে তারকা অভিনেতা ধানুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে উঠতি এই সেলিব্রেটিকে।
‘আমায়রা’ নামটি কেমন অদ্ভুত না! আসলে তার পূর্বপুরুষ এসেছে ইরান থেকে। ঠিকঠাক সময় জানা না গেলেও ধারণা করা হয়, মোগল সাম্রাজ্যের আগে-পরে তারা ভারতে পাড়ি জমান। এরপর এখানেই স্থায়ী ঘাঁটি গাড়েন। পার্সি ধর্মাবলম্বী আমায়রার দাদির নামের সঙ্গে মিল রেখেই নাম রাখা হয়েছে-অ্যামি থেকে আমায়রা। আমায়রার জন্মের আগেই অবশ্য তার দাদি মারা যান।
মা-বাবার কাছে শোনা গল্প হাতড়ে আমায়রা বললেন, বাবার পরিবার অর্থনৈতিকভাবে অসচ্ছল ছিল। কিন্তু দাদি অনেকটা যুদ্ধ করে বাবাকে ডাক্তারি পাস করিয়েছেন। এক চাচাকে আমেরিকায় পাঠিয়েছেন পড়াশোনার জন্য। আরেক ফুফু হিসাববিজ্ঞান পড়েছেন।
কিংবদন্তি কুংফু তারকা ও অভিনেতা জ্যাকি চ্যান বলিউড তারকাদের সঙ্গে অভিনয় করেছিলেন ‘কুংফু যোগা’ সিনেমায়। এরপর থেকেই বলিউড তারকাদের সঙ্গে তার সখ্যতা। তবে সবচেয়ে বেশি বন্ধুত্ব হয় সনু সুদ ও দিশা পাটানির সঙ্গেই।
দিশা ও জ্যাকি অভিনীত ইন্ডিয়া-চায়নার যৌথ প্রযোজনার সিনেমা ‘কুংফু যোগা’ পরিচালনা করেছিলেন স্ট্যানলি টং। চিনের প্রেসিডেন্ড শি জিংপিং ভারতে আসার পর দুই দেশের মধ্যে তিনটি সিনেমার একটি চুক্তি করেন।
‘কুংফু যোগা’ ছিল তার মধ্যে একটি। এতে ভারত ও চীন দু’দেশের অভিনেতারা কাজ করেছিলেন। ভারত থেকে দিশা ছাড়া আরও অভিনয় করেছিলেন সনু সুদ ও আমায়রা দস্তুর।
এস/