রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে বলেছেন, তিনি মনে করেন যে ফিলিস্তিনের গতিপথ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। খবর তাস’র।
সোচির ব্ল্যাক সী রিসোর্টে আলোচনায় ফিলিস্তিনের নেতাকে উদ্দেশ্য করে রাশিয়ার রাষ্ট্র প্রধান বলেন, ‘সম্মানিত প্রেসিডেন্ট, আপনার সাক্ষাত পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’
পুতিন জোরদিয়ে বলেন, ‘নি:সন্দেহে, আমরা অবশ্যই নিয়মিতভাবে সাক্ষাত করবো এবং আমাদের মধ্যে সম্পর্ক বজায় রাখবো।’
রাশিয়ার নেতা আরো বলেন, ‘মোটামুটিভাবে মধ্যপ্রাচ্যের এবং বিশেষ করে ফিলিস্তিনের বর্তমান ও অপরিহার্য বিভিন্ন বিষয় ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
রাশিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করায় রুশ প্রেসিডেন্ট ফিলিস্তিনের নেতা আব্বাসকে ধন্যবাদ জানান।