আমদানি করা সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা

যৌথ প্রযোজনা ছাড়া আমদানি করা কোন সিনেমা ঈদসহ অন্য যে কোন উৎসবে হলে প্রদর্শন করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আপিল বিভাগ।

বুধবার (৩০ মে) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। সিনেমা হল মালিক সমিতির করা আপিলের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়।

উল্লেখ্য, এ বিষয়ে চলতি বছরে সালমা মাসুদ চৌধুরী ও জহুরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে একই আদেশ দেন।

আরজেড/