আমরণ অনশনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পরবর্তী গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের এক দফা দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক অনলাইন সমিতি। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে পরের দিন ২৩ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করবেন তারা। তবে কর্মসূচি পালিত হবে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ব্যানারে।

রোববার ১০ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক অনলাইন সমিতির সভাপতি কাজী আবু নাসের আজাদ এ সিদ্ধান্তের কথা জানান।

সংগঠনটির সদস্য শিক্ষকদের দাবি, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকের বেতনের পার্থক্য এক ধাপ থেকে বর্তমানে তিন ধাপে রয়েছে। প্রস্তাবিত প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে দেওয়া হলে এই বেতন বৈষম্য চার ধাপে উন্নীত হবে। এতে বৈষম্য আরও বাড়বে। তাই প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নীচের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন দাবি করছে তারা।

কাজী আবু নাসের আজাদ আজকের বাজারকে বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আর কোন উপায় আমাদের নেই। সরকার যদি বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নেয় তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। তাই নিরুপায় হয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ব্যানারে অনশন কর্মসূচি শুরু করবো।

আজকের বাজার: আরএম/ ওফ/আরআর/ ১০ ডিসেম্বর ২০১৭