আমরণ অনশনে থাকা লতিফ সিদ্দিকী হাসপাতালে ভর্তি

আমরণ অনশনে থাকা টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার, ১৯ ডিসেম্বর সকাল ৯টার দিকে আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নির্বাচনী প্রচারণায় হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও কালিহাতী থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে গত ১৬ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন আওয়ামী লীগের বহিস্কৃত এ নেতা।

এর আগে গত মঙ্গলবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা জানান, ‘হাসপাতালের চার সদস্যের একটি দল বিকালে লতিফ সিদ্দিকীকে দেখেছেন। তিনি অনশনের কারণে ওষুধ খাচ্ছেন না। এতে তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে।

লতিফ সিদ্দিকীর অনুসারীদের অভিযোগ, গত ১৫ ডিসেম্বর লতিফ সিদ্দিকী কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নে গেলে স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীর অনুসারীরা তার গাড়িতে হামলা চালায়। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ