আমরা আবার বৈঠক করবো: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আবারও বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১২ জুন) সিঙ্গাপুরে তাদের ঐতিহাসিক বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন। খবর এএফপি’র।

এদিকে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কোরীয় উপদ্বীপের নিরত্রীকরণ প্রক্রিয়া খুব শিগগিরই শুরু করা হবে।

আরজেড/