ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইহুদি ধর্মের অনুসারীদের প্রতি তার দেশের কোনো বিদ্বেষ নেই বরং ইরানের শত্রুতা জবরদখলকারী, অপরাধী ও শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি আজ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা জানান। তিনি ওই টুইটার বার্তায় বলেন: “সন্ত্রাসী মার্কিন সরকারের নোংরা পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই পশ্চিমা দেশগুলোতে মুষ্টিমেয় কিছু পুঁজিপতি বর্বর লোকের শাসন জারি থাকলেও ইরানে জনপ্রিয় লোকেরা দেশ চালায় এবং তারা জনগণের ইচ্ছার বাইরে কোনো কাজ করে না।
শামখানির টুইটার বার্তায় আরো বলা হয়েছে, “আমি আরো বলতে চাই, আমরা ইহুদি-বিদ্বেষী নই বরং আমাদের শত্রুতা জবরদখলকারী, অপরাধী ও শিশু হত্যাকারীদের সঙ্গে।”
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে তেহরানকে ইহুদি-বিদ্বেষী হিসেবে অভিহিত করেছিলেন।সূত্র:পার্সটুডে