একাদশের ১১জন খেলোয়াড় একত্রে জ¦লে উঠলে, বিশে^র যেকোন দলকে যেকোন দিন বাংলাদেশ হারানোর সামর্থ্য রাখে বলেমন্তব্য করেছেন টাইগারদের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ও নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে তানজিম জানান, যেকোন দলকে হারানোর মতো দক্ষতা আমাদের আছে।
এ মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে দারুন চাঙ্গা ছিলো বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ শেষে যুক্তরাষ্ট্র সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। বিশ^কাপের আগে র্যাংকিংয়ের ১৯তম দল (বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ১৮তমস্থানে আছে) যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাংলাদেশের আত্মবিশ^াসে চিড় ধরেছে। কিন্তু এমনটা মানতে নারাজ তানজিম।
বাংলাদেশ দল মানসিকভাবে চাঙ্গা আছে বলে ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় জানান তানজিম, ‘আমাদের দল খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে খুবই শক্তিশালী আছে। বন্ধনও খুব শক্তিশালী। আমরা চাইলে যেকোন দলকে হারাতে পারি। আমাদের এগারো জন যদি মাঠে ঐদিন সেরাটা দিতে পারে, তাহলে কোন দলই আমাদের সামনে ব্যাপার না। আমরা যেকোন দলকে হারানোর মতো দক্ষতা রাখি।’
২০২৩ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় তানজিমের। এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ^কাাপে খেলবেন তিনি। বিশ^কাপে দলে সুযোগ পাওয়াটা তানজিমের কাছে স্বপ্নের মত লাগছে। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো। বিশ^কাপ দলে আমি আছি, এটা স্বপ্নের মত। এটা শুরু থেকেই ছিল। আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলবো। কখনও আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারবো না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই ছিলো এই পর্যায়ে গিয়ে আমাকে আধিপত্য বিস্তার করতে হবে।’
বিশ^কাপে ম্যাচ খেলার সুযোগ পেলে দলের জয়ে অবদান রাখতে চান তানজিম, ‘বিশ্বকাপ সব সময়ই রোমাঞ্চকর। এটা সবারই লক্ষ্য। আশা থাকে বিশ্বকাপে খেলবো, সেখানে খেলে যেন দেশকে কিছু দিতে পারি। আমারও একই লক্ষ্য থাকবে। যদি সুযোগ পাই, আমার পারফরমেন্সে যেন দল বিজয় লাভ করে।’
বিশ^কাপের মত বড় মঞ্চে প্রথমবার খেলতে নেমে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মত মানসিকভাবে শক্ত থাকতে চান তানজিম। তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের যে কঠিন মানসিকতা, সেটা আনার চেষ্টা করবো। সব সময় ভালো লাগে, তিনি মানসিকভাবে শক্ত থাকেন। যেকোন পরিস্থিতি খুবই শান্তভাবে সামাল দিতে পারেন। তার এ ব্যাপারটি আমার খুব ভালো লাগে।’
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তানজিম। সেখানে তার সতীর্থ অনেকেই বর্তমানে জাতীয় দলে খেলছেন। তাদের মধ্যে ব্যাটার তাওহিদ হৃদয়ের ব্যাটিং ভালো লাগে তানজিমের। হৃদয়ের ব্যাটিং নিয়ে তানজিম বলেন, ‘তাওহিদ হৃদয় আমার পছন্দের ব্যাটসম্যান। তার ব্যাটিং খুবই উপভোগ করি। তার হিটিং আমার খুবই ভালো লাগে। নেটে বল করতেও ভালো লাগে। তার এবং আমার মধ্যে একটা চ্যালেঞ্জিং অবস্থা কাজ করে। আমি সব সময় তাকে বলি, আমাকে ছয় মারেন! ছয় মারেন! তো, আমি সব সময় তাকে চ্যালেঞ্জ দিই, সেও মজা পায় চ্যালেঞ্জ নিয়ে।’ (বাসস)