আমরা টেকনোলজির প্রধান কার্যালয় সাময়িকভাবে স্থানান্তর

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান আমরা টেকনোলজির প্রধান কার্যালয়ের ঠিকানা সাময়িকভাবে স্থানান্তরিত হয়েছে। আরএফ টাওয়ারে থাকা প্রধান কার্যালয় সাময়িকভাবে বনানীর ১০ কামাল আতাতুর্ক এভিনিউয়ের সাফুরা টাওয়ারের ১২ তলায় সরিয়ে নেয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, গত বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারের আগুনের ঘটনায় অন্যান্য কয়েক তলার সাথে আমরা টেকনোলজির ফ্লোরটিও পুড়ে যায়। ভনটির নবম ফ্লোরে ছিলো আমরা টেকনোলজির প্রধান কার্যালয়। এখানে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান অর্থ কর্মকর্তা, কোম্পানি সচিব, মার্কেটিং বিভাগের কর্মকর্তারা বসতেন। তবে আগুনে কী পরিমাণ আর্থিকভাবে ক্ষতি হয়েছে তা এখনও জানা যায় নি।

আর আগুনে পুড়ে যাওয়ায় সাময়িকভাবে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করা হয়েছে।

 

আজকের বাজার/মিথিলা