বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়া আমরা নেটওয়ার্কসের লটারির ফল প্রকাশ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লটারির ড্র অনুষ্ঠিত হয়।
কোম্পানিটির আইপিওতে ১৮ দশমিক ০৭ গুণ আবেদন জমা পড়েছে।
এর আগে গত ৬ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়। গত ১৩ জুন বিএসইসির ৬০৬ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির তথ্য মতে, কোম্পানিটি এই পদ্ধতিতে ১ কোটি ৫০ লাখ ৪১ হাজার ২০৯টি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬ কোটি ২৫ লাখ ৭ টাকা তুলবে।
এই শেয়ারের মধ্যে ৬০ লাখ ২৬ হাজার ৭৮৬টি শেয়ার পাবেন সাধারণ বিনিয়োগকারীরা; যা মোট শেয়ারের ৪০ শতাংশ। ৩৫ টাকা দরে এই শেয়ার বিক্রি হবে। এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ২১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৫১০ টাকা সংগ্রহ করা হবে।
বাকি ৬০ শতাংশ বা ৯০ লাখ ১৪ হাজার ৪২৩টি শেয়ার পাবে মিউচ্যুয়ালসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৯ টাকা দরে বিক্রি হয়েছে। এর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে ৩৫ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকা।
৩০ জুন ২০১৬ সমাপ্ত নিরীক্ষিত হিসাব (৬ মাসের) অনুযায়ী কোম্পানিটির ইপিএস ১ টাকা ৬৮ পয়সা; আর এনএভি ২৩ টাকা ৬৬ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। আর রেজিস্টার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লটারির ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়ারম্যান, ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ ফরহাদ আহমেদ, প্রধান অর্থ কর্মকর্তা(সিএফও) মোহাম্মাদ আনামূল হক, কোম্পানি সচিব একে এম কামরুজ্জামান, গ্রুপ সিএফও জহিরুল বখত, লংকাবাংলার প্রধান নির্বাহী খন্দকার কায়েস হাসানসহ আরও অনেকে।
আজকের বাজার:এলকে/এলকে/ ৭ সেপ্টেম্বর ২০১৭