অদ্ভুতভাবেই রান আউট হলেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার হাশিম আমলা ও ডি ব্রুইন। এমন রান আউট স্মরণকালের মধ্যে দেখা যায়নি ক্রিকেটমাঠে। দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে হ্যামিলটনে। দ্বাদশ ওভারের পঞ্চম বলে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ডি’ব্রুইন।
হাশিম আমলা মিড অফে বল ঠেলে রানের জন্য দৌড়তে শুরু করেন। ব্রুইন বল দেখছিলেন। তাই ইতস্তত করছিলেন তিনি। হাশিম আমলা সিঙ্গলসের জন্য কল করেন। আমলার ‘কল’ শুনে কোনওদিক না দেখেই দৌড়তে শুরু করে দেন ব্রুইন। ব্রুইন ও আমলার মধ্যে সংঘর্ষ হয়। দু’জনেই পড়ে যান মাঠে। ব্রুইন আর ক্রিজে ফিরতে পারেননি।
কিউইরা অবশ্য সিরিজে আর ফিরতে পারেনি। বৃষ্টির জন্য পঞ্চম দিনের ম্যাচ ভেস্তে যায়। ম্যাচ ড্র হওয়ায় দক্ষিণ আফ্রিকা ১-০ সিরিজ জিতে নেয়।