আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে প্রার্থী হবেন অসুবিধা নেই, কিন্তু অসুস্থ প্রতিযোগিতা করবেন না। আমাদের আসল প্রতিপক্ষ বিএনপি-জামায়াত। বিএনপি-জামায়াতকে প্রতিহত না করে চা দোকানে বসে নিজেরা দলীয় বিবাদ করবেন, এটা চলবে না।’
শনিবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লার ইলিয়টগঞ্জে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।
এ ছাড়াও দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর ও বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে কুমিল্লা দক্ষিণ জেলা আয়োজিত পথসভায় বক্তব্য দেবেন ওবায়দুল কাদের।
আজকের বাজার/এমএইচ