দর্শকদের জন্য জনপ্রিয় ধারার ছবি দরকার

‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন মঙ্গলবার সকালে ফেসবুক লাইভে আসেন। সেখানে তার প্রিয় চলচ্চিত্রসহ দেশের চলচ্চিত্রের বেশকিছু বিষয় নিয়ে কথা বলেন।

দীপন বলেন, ‘আমাদের দেশে এ মুহূর্তে কামার আহমেদ সাইমন, আবু শাহেদ ইমন, তারপর বিজন এরা খুব ভালো সিনেমা নির্মাণ করছে। এদের নির্মাণকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এ মুহূর্তে আমাদের জনপ্রিয়ধারার ছবি দরকার ইন্ডাস্ট্রির স্বার্থে।’

তিনি সাহিত্যের উদাহরণ টেনে বলেন, ‘শরৎ বাবু (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) কে একবার জিজ্ঞাসা করা হয়েছিলো, বঙ্কিমচন্দ্রের লেখা তো আমরা বুঝি না। তখন তিনি বলেছিলেন, উনি আমাদের জন্য লেখেন। সব ছবির আলাদা দর্শক থাকবে। সব পরিচালকের আলাদা টার্গেটে দর্শক থাকে। খুব কম পরিচালকই সবার জন্য ছবি বানাতে পারেন। ভিন্ন ভিন্ন স্বাদের ছবি উপহার দিতে পারেন।’

লাইভের একদম শেষের দিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে নতুন সিনেমার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বছরের শুরুতেই আমাদের প্রাপ্তি তাহসানকে সিনেমার নায়ক হিসেবে পাওয়া। শুভকামনা রাজ ও তাহসান ভাইয়ের জন্য।’

দীপন আরো বলেন, নতুন বছরে আমরা সেলিম (গিয়াস উদ্দিন) ভাইকে আবার পেতে যাচ্ছি। এটা বড় একটা ব্যাপার। ‘স্বপ্নজাল’-এ নতুন পরীকে পাবো। সত্যি নতুন রূপে পাচ্ছি। ইয়েশকে অন্যভাবে পেতে যাচ্ছি। গত বছর এবিএম সুমন ও তাসকিনকে পেয়েছি। এ বছর তারা আরো ভালো করবেন।

তার নতুন সিনেমার স্ক্রীপ্টের কাজ চলছে বলে জানান। সর্বশেষ তিনি বলেন, ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়ে চলচ্চিত্রের মন্দা ভাব দূর করেছে। একটা স্রোত চালু করেছে। আমি মনে প্রাণে চাই এটা না থামুক। অন্য কোনো সিনেমা এসে এটা ভেঙ্গেচুরে দিক। বাংলাদেশের সিনেমার ড্রিস্ট্রিবিউশন সিস্টেম ঠিক হোক।’

আজকের বাজার: সালি / ০২ জানুয়ারি ২০১৮