জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের মধ্যে দীর্ঘদিনের গ্যাপ রয়েছে। এটা যাদুর মতো রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।’
শুক্রবার (২ নভেম্বর) সকালে শ্রীনগরের দোগাছি এলাকায় পদ্মা সেতু ভিজিটরস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিরোধী পক্ষ কীভাবে দেখছে এটা তাদের ব্যাপার। আমি তো মনে করি না এখানে ব্যর্থতার কিছু আছে। শুরুটা ভালো হয়েছে। তাদের সাত দফার তিনটি বিষয়ে আমাদের কোনো বাধা, আপত্তি থাকবে না।’
ভবিষ্যতে আলোচনার প্রশ্নে কাদের বলেন, ‘এ ব্যাপারে শেখ হাসিনা তাদের ওপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন, তারা যদি চান তাহলে আমাদের জানাতে পারেন। প্রধানমন্ত্রী বলেছেন আমার দরজা খোলা।’
বিএনপি নেতা-কর্মীদের মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ক্রিমিনাল অফেন্স ছাড়া শুধু রাজনৈতিক কারণে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের তালিকা পাঠাতে বলেছি। এই তালিকা অনুযায়ী সুষ্ঠু তদন্ত করা হবে।
বৃহস্পতিবারের সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ভালো আলোচনা হয়েছে। কেউ কেউ ২/৩ বারও বক্তব্য রেখেছেন। তারা চাইলে আবারো আলোচনা হতে পারে। দূরত্বটা বহু দিনের। টানা পোড়েনের ক্ষেত্রে ২১ আগস্ট, ১৫ আগস্ট তো আছেই।
আওয়ামী লীগ ছাড় দিচ্ছে জানিয়ে কাদের বলেন, রাজনীতিতে ছাড় দিতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট এবং ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা গণভবনে সংলাপে বসেন।
সাড়ে ৩ ঘণ্টার এ সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা আলোচনায় সন্তুষ্ট নয়।
আজকের বাজার/এমএইচ