আমানতে বাড়তি আবগারি শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত

গ্রাহকের ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত দিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি আশা প্রকাশ করেছেন শিগগিরই এ বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধান আসবে। ১৩ জুন মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকারের উচ্চমহলে চিন্তাভাবনা চলছে। শিগগিরই এ বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধান আসবে। মঙ্গলবার সরকারী ও বিরোধী দলের বেশ কয়েকজন সাংসদের ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক প্রত্যাহারের দাবির প্রেক্ষিতে অর্থ প্রতিমন্ত্রী বলেন, যিনি সরকার পরিচালনা করেন, আমাদের অর্থমন্ত্রী এরা বোবা কালা নন। এরা জনগণের মধ্যে বসবাস করেন। জনসমাজে বসবাস করেন। সংসদের নেতা। এসব কথা শুনে এবং বাইরে জনগণের কথা শুনে আমার বিশ্বাস এ বিষয়েও আমরা একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারব। আমরা আশ্বস্ত করছি এ সম্পর্কে এ মুহূর্তে এ বিষয়ে সরকারের উচ্চমহলে চিন্তা ভাবনা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, আবগারি শুল্ক আছে ১৯৪৭ সাল থেকে। আগে কম ছিল। বেড়ে বেড়ে ৫০০ টাকা হয়েছে। এটা সব অ্যাকাউন্টে ছিল। এক হাজার টাকার একাউন্টেও ছিল। এক কোটি টাকার অ্যাকাউন্টেও ছিল। সবাই এটা দিয়ে আসছি। বরং এখন বড় অ্যাকাউন্টে ৫০০ থেকে ৮০০ টাকা করা হয়েছে।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, সাংসদেরা যেসব প্রস্তাব দিচ্ছেন, সেগুলো অর্থ মন্ত্রণালয় গুরুত্বসহকারে বিবেচনা করবে। বাজেট যখন পাস হবে তখন প্রত্যেকটি বিষয় আবার পর্যালোচনা করা হবে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৩ জুন ২০১৭