আমানতে ৫ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মুক্ত রাখার প্রস্তাব

ব্যাংক আমানতে ৫ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মুক্ত রাখার প্রস্তাব করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই সঙ্গে তিনি ভ্যাট আইন আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন না করার আহ্বান জানিয়েছেন।

২২ জুন বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তিনি এ আহবান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ব্যাংক আমানতে আবগারি শুল্ক পূর্বের অবস্থায় বহাল না করে ৫ লাখ টাকা পর্যন্ত শুল্ক মুক্ত করা হোক। এতে মধ্য ও নিম্নবিত্তের মুখে হাসি অব্যাহত থাকবে।

তিনি বলেন, ১৫ শতাংশ ভ্যাটসহ ভ্যাট আইন, ব্যাংকে আমানতের ওপর আবগারি শুল্ক ও সঞ্চয়পত্রের সুদের হার- এই তিনটি বিষয় নিয়ে সংসদে আলোচনা হচ্ছে। সবাই অর্থমন্ত্রীর দিকে তীর ছুড়ছেন। সবাই তকে দোষারোপ করছেন। কিন্তু মনে রাখতে হবে, এই সংসদে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি বাজেট উপস্থাপন করেছেন। আর যে তিনটি বিষয় নিয়ে কথা হচ্ছে, এই তিনটি বিষয় নিয়ে তো বাজেট নয়। এই বাজেটে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সবাই আমরা ওই তিনটি বিষয় নিয়ে হৈ চৈ করছি। বাজেটের অন্যান্য বিষয় নিয়ে কোনও আলোচনাই করছি না।

গত ১ জুন অর্থমন্ত্রী সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। এরপর থেকে গত কয়েকদিন সংসদে সরকারি ও বিরোধী দলের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী।

ভ্যাট আইন প্রসঙ্গে জাসদ সভাপতি ইনু বলেন, ভ্যাট নিয়ে ঢালাওভাবে যে ব্ক্তব্য দেওয়া হচ্ছে আমি তার সাথে একমত নই। আমি ব্যক্তিগতভাবে ভ্যাট পদ্ধতি পছন্দ করি না। কারণ এটি ধনী আর গরীবকে একপাল্লায় দেখানো হয়। এতে সবাইকে সমানভাবে কাটে, গরীবরা ক্ষতিগ্রস্ত হয়। এজন্য ভ্যাট পদ্ধতি বাদ দিয়ে আন্তর্জাতিক কোনো পদ্ধতি থাকলে তা অনুসরণ করতে হবে।

রাজস্ব খাতকে ভ্যাটের ওপর নির্ভরশীল করে রাখাটাই অর্থনীতির জন্য বড় দুর্বলতা। এই দুর্বলতা কাটিয়ে তুলতে হবে। এটা কাটিয়ে তুলতে হলে করপোরেট করের বিষয়টি বিবেচনা করে করপোরেট করের নতুন আইন করতে হবে। প্রগতিশীল আয়কর নীতিটা জোরালোভাবে চালু করতে হবে। ডিজিটাল পদ্ধতি চালু করতে হবে। এতে করের চুরি ও ফাঁকি ধরা পড়বে।

ইনু তার বক্তব্যে ভ্যাট আইন নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য আইনটি এক বছর স্থগিত রেখে বুঝিয়ে শুনিয়ে আগামী বছর চালু করার প্রস্তাব করেন। তিনি বলেন, ‘আমি বলব যদি বিভ্রান্তি দূর করতে সক্ষম না হওয়া যায়, তাহলে ৩০ তারিখে নতুন ভ্যাট আইনটি স্থগিত করুন।’

তিনি সংবাদপত্রের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ‘সংবাদপত্র শিল্পের ওপর ১৫ শতাংশ ভ্যাট সঠিক হয়নি। গত কয়েক বছরে গণমাধ্যমের যে বিকাশ হয়েছে, এই ভ্যাট তাতে ধাক্কা দেবে। এই শিল্প হোঁচট খাবে।

আজকের বাজার:এলকে/এলকে/ ২২ জুন ২০১৭