আমার অনেকগুলো সম্পর্ক ছিল: কঙ্গনা

সম্পর্ক থেকে ছবি তৈরির কাহিনি, সব নিয়েই বরাবর অকপট বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত৷ তার আর হৃতিকের সম্পর্ক নিয়ে চাপানউতোর তো কম হয়নি৷ কাঁটাছেঁড়াও হয়েছে বিস্তর!

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, তাদের মুচমুচে খবরে চঞ্চল হয়ে উঠেছিল বলি পাড়া৷ তবে কখনোই ব্যাপারটি নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেননি ‘বলি কুইন’৷ বরং নিঃসঙ্কোচে সব কিছু বলেছিলেন মিডিয়ার সামনে৷

তার আগে আদিত্য পাঞ্চোলি কিংবা অধ্যয়ন সুমনের সঙ্গেও সম্পর্ক ছিল কঙ্গনার৷ সেই সব সম্পর্ক নিয়েও বরাবর খোলামেলা ছিলেন অভিনেত্রী৷

সম্প্রতি এক সম্মেলনে এসে আবার বোমা ফাটালেন কঙ্গনা৷ কঙ্গনা বলেন, প্রত্যেকবার সম্পর্ক ভেঙে যাওয়ার পর মনে হয় আমার অনেকগুলো সম্পর্ক ছিল৷

তবে ভালোবাসার সম্পর্ক কঙ্গনার কাছে শরীরী নয়৷ ভালোবাসার সংজ্ঞা তার কাছে অনেক বেশি আধ্যাত্মিক৷ এ দিন হৃতিকের সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খোলেন কঙ্গনা৷

আজকেরবাজার/এস