আমার কোন ফেসবুক আইডি নেই : ফখরুল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের নামে কোনো একাউন্ট নেই বলে জানিয়েছেন ‌বিএন‌পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ২৫ ফেব্রয়ারি গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে ‌বিএন‌পি মহাসচিব ব‌লে‌ছেন, বেশ কিছু‌দিন লক্ষ্য কর‌ছি যে, আমার না‌মে ক‌য়েক‌টি ভুয়া ফেসবুক একাউন্ট খু‌লে বি‌ভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হ‌চ্ছে। আ‌মি অত্যন্ত স্পষ্টভা‌বে বল‌তে চাই যে, আমার না‌মে আ‌মি কোন ফেসবুক একাউন্ট খ‌ু‌লি‌নি। সুতরাং এই সমস্ত ভুয়া একাউন্ট এর কোনও মতাম‌তের স‌ঙ্গে আমার কোনও সং‌শ্লিষ্টতা নেই এবং এর কোন দায় দা‌য়িত্ব আমার নেই। সং‌শ্লিষ্ট‌দের অনু‌রোধ কর‌বো এই সব ভুয়া একাউন্ট খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য। ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।

আরএম/