হোয়াইট হাউজে ট্রাম্পের মতো ‘ভাল বন্ধু’ ভারতবাসী এর আগে কখনো পায়নি। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সময়কালে দেশ দুটির মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত যেমন আমার সময়ে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের মাত্রা বাড়িয়েছে, ঠিক তেমনি আমরাও দেশটিতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছি।’
কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, রবিবার (২১ সেপ্টেম্বর) টেক্সাসের হাউস্টনে প্রায় অর্ধ লক্ষাধিক ভারতীয় এবং মার্কিনীর অংশগ্রহণে আয়োজিত ‘হাউডি মোদী’ (কেমন আছেন মোদী) অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেন, ‘উভয় রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা আপনার সঙ্গে কাজ করতে চাই।
যদিও অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী মোদী প্রায় অর্ধ লক্ষাধিক জনতার সামনে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিজের ‘বন্ধু’ হিসেবে পরিচয় করিয়ে দেন। যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টকে একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবেও উল্লেখ করেন।
একটি সম্পূর্ণ নতুন ভারত গঠনের জন্য দেশ আজ দিনরাত পরিশ্রম করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘ধৈর্য্য আমাদের ভারতবাসীর আসল পরিচয়, ২১ শতকে দেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে আজ আমাদের সবচেয়ে বেশি আলোচনার বিষয় ‘বিকাশ’। যা আমার জন্য নয়, সম্পূর্ণটাই ভারতবাসীর জন্য হয়েছে।’
নিজেকে একজন অতি নগণ্য মানুষ দাবি করে মোদী বলেছেন, ‘আমি ১৩০ কোটি ভারতীয়র আদেশ মতো কাজ করা এক সাধারণ মানুষ মাত্র। তাই আমার জন্য আপনাদের কেবল আদেশই যথেষ্ট।’
বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদী টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের মাটিতে একই মঞ্চে উঠেছেন। ফলে অনুষ্ঠানটি দুদেশের নীতিনির্ধারকদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ।
ট্রাম্প প্রশাসন ভারতীয় স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে। যে কারণে অনুষ্ঠান শেষে সীমিত আকারে বাণিজ্যিক চুক্তি নিয়ে একটি আলোচনা করার কথাও জানান প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদী।
আজকের বাজার/এমএইচ