মোদীর সমালোচনার জবাবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, আমার মা (সোনিয়া) দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।
বৃৃহস্পতিবার (১০ মে) বেঙ্গালুরোতে কর্নাটক রাজ্যের নির্বাচনে প্রচারণার শেষ দিনে এক প্রেস কনফারেন্সে তিনি এই মন্তব্য করেন।
এর আগে মোদী সমালোচনা করে বলেন, সোনিয়া গান্ধী ইতালিয়ান।এর প্রেক্ষিতেই রাহুল এ কথা বলেন।
নির্বাচনী ক্যাম্পেইনের মাধ্যমে মোদীর ব্যক্তিগত আক্রমণ সম্পর্কে জিজ্ঞেস করলে ৪৭ বছর বয়সী রাহুল গান্ধী বলেন, ‘আমার মা একজন ইতালিয়ান। কিন্তু তিনি তার জীবনের একটি বড় অংশ ভারতে কাটিয়েছেন। আমার দেখা অনেক ইন্ডিয়ানের চেয়ে তিনি অনেক বেশি ইন্ডিয়ান। তিনি এই দেশটির জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এদেশটির জন্য তিনি অনেক কষ্ট সহ্য করেছেন।’
তিনি বলেন, ‘তার (মোদী) এই ধরনের মন্তব্য তার যোগ্যতাকে প্রদর্শন করে। এটা গুনকে সবার সামনে তুলে ধরেছে এবং তাকে এটি করতে দিতে পেরে আমি আনন্দিত। তিনি যদি এটা উপভোগ করেন, তিনি যদি এটা পছন্দ করেন, তবে তা স্বাগত জানাচ্ছি।’ সূত্র: এনডিটিভি
আরজেড/