আমার মেদ নেই 

বর্তমান প্রজন্মের অভিনেত্রী নুসরাত জাহান জেরি। অভিনয় করেছেন বেশ কিছু নাটক ও চলচ্চিত্রে।

সম্প্রতি ফেসবুকে তার পোষ্ট করা একটি ছবি বেশ আলোচিত হয়েছে। ফেসবুকে ওই ছবি পোস্ট করে জেরি জানান, গত কয়েকদিন বাসার খাবার খেয়ে তার মেদ বেড়ে গিয়েছিল। এরপর শরীরচর্চা করে তিনি আগের অবস্থানে ফিরে এসেছেন। আর সে জন্য তিনি সাঁতার, সাইক্লিং, ইয়োগো ও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছেন।

এ ছবিটি ফেসবুকে পোস্ট করার পর থেকেই অনেকে কমেন্ট করে জেরির কাছে আগের অবস্থায় ফেরার রহস্য জানতে চেয়েছেন। জেরি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সাবলীলভাবেই।

তৌকীর আহমেদ নির্মিত ‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্রে। মাহমুদ দিদারের পরিচালনায় ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রেও দেখা মিলবে নুসরাত জাহান জেরির। ছোট ও বড় পর্দায় ধীরে ধীরে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সক্রিয়।