বলিউডে রণবীর-দীপিকার প্রেম নতুন কিছু নয়। রণবীর যে অন্যকারোর নয়, সে প্রশ্ন তোলা এখন বৃথা। খুব শিগগিরই বিয়েও করছেন তারা! যদিও সামাজিক মাধ্যমে নিজেদের অনেক সংযত রাখেন এই তারকা জুটি।
তবুও মাঝে মধ্যেই হট লুকে রণবীরকে দেখে সব ভুলে প্রকাশ্যেই মন্তব্য করে বসেন দীপিকা। হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানায়, কিছুদিন আগে 'GQ' ম্যাগাজিনের জন্য রণবীরের রেড হট ফটো শ্যুট দেখে দীপিকার মুখ দিয়ে বেরিয়া আসে একটি শব্দ। উফ!
পাশে আবার ঠোঁটের চুম্বনের ইমোজিও পাঠিয়ে দেন। নিমেষে ভাইরাল হয় দীপিকার সেই কমেন্ট। ফের একই কাণ্ড ঘটিয়ে বসলেন দিপ্পি।
গত রোববার হ্যালো হল অফ ফেম অ্যাওয়ার্ডে 'বেস্ট এন্টারটেইনার অফ দ্যা ইয়ার' পুরস্কার জেতেন রণবীর। সেই ছবিই পোস্ট করেছিলেন ইনস্টা অ্যাকাউন্টে।
আর রণবীরের সেই ছবির তলাতেই লিখে বসলেন 'মাইন'। যার বাংলায় তর্জমা করলে অর্থ দাঁড়ায় 'আমার'। পাশে 'লাভ' ইমোজিও দেন। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই কমেন্ট ডিলিটও করে দেন দীপিকা।
আজকেরবাজার/এস