আমার সঙ্গে প্রতারণা করেছে হৃতিক: কঙ্গনা

বলিউডে আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাউত।বর্তমানে কঙ্গনা ব্যস্ত সময় পার করছেন বেশ কিছু ছবির কাজ নিয়ে। বিশেষ করে গত কয়েকদিন ধরে ‘মনিকর্নিকা-দ্য কুইন অফ ঝানসি’ ছবির শুটিং করছেন তিনি।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, নতুন ছবিটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক মানছেন কঙ্গনা। তবে শুটিংয়ের ফাঁকে সম্প্রতি একটি সাক্ষাৎকার নিজের সর্বশেষ প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। এমনকি এ বিষয়ে নিজেকে আনলাকি বলেও মনে করছেন তিনি।

সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, আসলে সর্বশেষ সম্পর্ক নিয়ে বলতে আমার দ্বিধা নেই। হৃতিক আমার সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে। এটা বলার অপেক্ষা রাখে না। সেদিক থেকে বললে আমি অনেক আনলাকি! কারণ এই সম্পর্কটি নিয়ে আমি খুব সিরিয়াস ছিলাম। কিন্তু একতরফা সিরিয়াস থাকলে তো হবে না। দুই পক্ষ থেকে সিরিয়াস না হলে সেই সম্পর্ক আসলে টিকে না।

তিনি বলেন, এ বিষয়টি নিয়ে আমি আর ভাবতে চাই না। তবে কোনোভাবেই মুছেও ফেলতে পারি না স্মৃতি থেকে। তাই সম্পর্কের কথা বলতে গেলে বিষয়টি আপনা আপনি চলে আসে।

আজকেরবাজার/এটি