কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে কবিতা লিখেছেন ইডেন কলেজের ইংরেজি সাহিত্যের ছাত্রী খাদিজা ইভ।
‘আশীর্বাদ-২’নামক কবিতাটিতে ছাত্রীদের যৌন নিপীড়নের কথা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি এ ঘটনার জন্য নিপীড়নকারীদের শক্তিশালী শব্দবাণে বিদ্ধও করেছেন তিনি।
ইতিমধ্যে কবিতাটি ভাইরাল হয়ে গেছে। শত শত তরুণ-তরুণী এ কবিতা শেয়ার করেছেন। আজকের বাজার পাঠকদের জন্য কবিতাটি দেওয়া হলো-
আশীর্বাদ-২
আমার বাম স্তনে হাত দেয়া ছেলে দুটো আবার তার বাবা মার কোলে ফিরে যাক,
যে সাতজন টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল আমাকে, তারাও ফিরে যাক তাদের প্রেমিকার কাছে।
আশ্রয় নিক প্রিয়তমার বাহুডোরে___
কিংবা আমারই মতো কোনো এক নারীর ছায়াতলে।
আমি জেনে গেছি, এই বাংলা তাদের।
আমি এও জেনে গেছি__
বাংলার বাতাসে ছড়িয়ে পড়েছে কিছু বিষাক্ত কুলাঙ্গারের নিঃশ্বাস,
পরিত্রাণ নেই কোথাও।
আমার স্তনে যে সাত সুপুরুষের চিহ্ন লেগে আছে তারা সংসারী হও।
তাদের কোলে জন্ম নিক ফুটফুটে দুটো মেয়ে__
দিব্যি দিয়ে বলছি, এ আমার আশীর্বাদ।
উল্লেখ্য, গত সোমবার শহীদ মিনারে সরকারি চাকরিতে কোটাপ্রথার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজন ছাত্রীও ছিল। হামলাকারীরা তাদের চড়-থাপ্পড় দওয়ার পাশাপাশি রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয়।