১৯৯০ ও ২০১০ সালের ধসের পর যথাযথ উদ্যোগের কারনে আমাদের পুঁজিবাজার এখন বেশ স্ট্রং অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
২ অক্টোবর সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান
তিনি বলেন, ২০১০ এর ধসের পর, আমরা দেখলাম আমাদের স্টক এক্সচেঞ্জের আইন ও নীতিমালায় বেশ দুর্বলতা আছে। তাই উদ্যোগ নিয়ে মাত্র ৩/৪ বছরের মধ্যে প্রয়োজনীয় সকল আইন ও নীতিমালা সংযুক্ত করা হয়। তারপর থেকে আমাদের পুঁজিবাজার বেশ স্ট্রং অবস্থানে আছে। এ কারনে এখন অনেকেই পুঁজিবাজারে বিনিয়োগে অাগ্রহী হচ্ছেন। এ আগ্রহ বাড়াতে সাকিব আল হাসান যুক্ত হয়ে আরও ভুমিকা রাখবে।
তিনি নিজের বিনিয়োগের বিষয় তুলে ধরে বলেন, আমি ১৯৬৪ সালে প্রথম বিনিয়োগ করি। পরবর্তীতে দেশ ভাগ হওয়ার সময় আমার ৩৩ হাজার টাকার পুরো বিনিয়োগ নস্ট হয়ে যায়। এরপর ভয়ে অনেকটা সরে আসি। এরপর ২০০২ সালের পর থেকে বিনিয়োগ থেকে পুরো সরে আসি।
আজকের বাজার:আরআর/এলকে ২ অক্টোবর ২০১৭