রাজধানীর গুলশানের আমিন জুয়েলার্সে ডাকাতি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমান ২১১ ভরি। একই সঙ্গে উদ্ধার করা হয় নগদ ১১ লাখ ২৪ হাজার টাকা।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালী গ্রাম থেকে ওই স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টার দিকে আমিন জুয়েলার্স থেকে ডাকাতি হওয়া এসব মালামাল উদ্ধার করে।
এই ঘটনায় জানু বেগম ও আমান উল্লাহ নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার সকাল ৭টার দিকে ফরিদগঞ্জের পশ্চিম বড়ালী গ্রামের পাটওয়ারী বাড়িতে ডাকাত সাদ্দাম হোসেনের নানার ঘরে অভিযান পরিচালনা করা হয়। ওই ঘরের চালের ড্রামে লুকানো অবস্থায় এসব মালামাল পাওয়া যায়। এই সময় সাদ্দামকে না পেয়ে ওই বাড়িতে থাকা তার বাবা আমান উল্লাহ ও মা জানু বেগমকে আটক করা হয়।
একেএ/আরএম/