রাজধানীর গুলশান-২ নম্বরের ডিসিসি মার্কেটের ছাদ কেটে আমিন জুয়েলার্সে চুরি এবং চুরি শেষে ছাদ ঢালাই করার ঘটনা ঘটেছে। আমিন জুয়েলার্সের পক্ষ থেকে চুরির ঘটনায় আনুমানিক ৩০০ ভরি স্বর্ণ ও ২৪ লাখ টাকা খোয়া যাওয়ার কথা বলা হয়েছে।
পুলিশ ধারণা করছে, শনিবার থেকে রোববার মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা মার্কেটের ছাদের একটি অংশ কেটে দোকানে ঢুকে এবং চুরির শেষে আবার ঢালাই করে পালিয়ে গেছে।
গুলশান থানার এসআই আলমগীর বলেন, পহেলা বৈশাখের দিন গতরাত শনিবার কাজ করে রাতে দোকান বন্ধ করে যান কর্মচারীরা। পরদিন রোববার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ ছিল মার্কেট। সোমবার সকালে দোকান খুলে দেখা যায় দোকানের ছাদ কেটে স্বর্ণ ও নগদ টাকা চুরি হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এডিসি আবদুল আহাদ বলেন, চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
একেএ/আরএম