চীন-আমিরাত সম্পর্ক ও অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে শুক্রবার (২১ জুলাই) বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। খবর সিনহুয়ার।
সিনহুয়ার খবরে বলা হয়, জিনপিংকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন নাহিয়ান। বৈঠকে চীন-আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস নিয়ে কথা বলেন।
নাহিয়ান বলেন, চীন ও আমিরাতের মধ্যকার বন্ধুত্বের শক্ত ভিত্তি রয়েছে ও তা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে।
চীনা প্রেসিডেন্ট উল্লেখ করেন, ২০১৫ সালে ক্রাউন প্রিন্সের এক চীন সফরের সময় তারা চীন-আমিরাত সম্পর্ক উন্নয়নের একটি নতুন ‘ব্লুপ্রিন্ট’ তৈরি করেছিলেন। তাতে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন এক অধ্যায় উন্মোচিত হয়েছে।
শি বলেন, আমিরাতে আমার সফরের মাধ্যমে দুই দেশ এখন ঐক্যের এক নতুন বিস্তৃত অবস্থানে পৌঁছেছে। তিনি জানান, দুই দেশের সম্ভাব্য কৌশলগত সহযোগীতা নিয়ে তার বেশ ভাল অনুভূতি রয়েছে।
এদিকে, ক্রাউন প্রিন্স বলেন, আবু ধাবিতে জিনপিংয়ের সফর বেশ গুরুত্ব বহন করে। এই সফর বেস ফলপ্রসূ ছিল।
আজকের বাজার/একেএ