সংযুক্ত আরব আমিরাতের সেনারা ইয়েমেনে কয়েকজন বন্দিদের ওপর অমানবিক নির্যাতন, যৌন নির্যাতন ও দুর্ব্যবহার করেছে। জাতিসংঘের জেনেভা-ভিত্তিক মানবাধিকার বিষয়ক সংস্থা একথা জানিয়েছে। খবর আল জাজিরা’র।
মঙ্গলবার (৩ জুলাই) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের মুখপাত্র লিজ থ্রসেল বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, আমরা আমিরাত সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি ও দেশটিতে (ইয়েমেন) আমিরাত সরকার পরিচালিত কারাগারগুলো পরিদর্শনের অনুমতি চেয়েছি।
কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, ইয়েমেনে আমাদের কার্যালয় যে প্রাথমিক তথ্য পেয়েছে তার ওপর ভিত্তি করে আমাদের বিশ্বাস যে, আমিরাতি সেনারা বেশ কয়েকজন ইয়েমেনী বন্দিদের সঙ্গে দুর্ব্যবহার, নির্যাতন ও যৌন নির্যাতন চালিয়েছে।
তিনি যোগ করেন যে, পরবর্তীতে এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে ইয়েমেনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি।
এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে যে, আমিরাতি কর্মকর্তাদের নির্দেশনায় কাজ করা ইয়েমেনী (কারাগারের) প্রহরীরা যৌন নির্যাতন ও হয়রানির জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করেছে।
আজকের বাজার/একেএ