টেস্ট ক্রিকেট আর খেলবেন না পাকিস্তানের পেসার মহম্মদ আমির। শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটেই এ বার থেকে তিনি মনোনিবেশ করবেন।
শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বাঁ হাতি পেসার। শুধুমাত্র ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেটই খেলতে চান তিনি। ২০২০ সালে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। তার জন্য নিজেকে তৈরি করতে চান আমির।
পাক পেসারের এ হেন সিদ্ধান্তে বিস্মিত ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের তারকা পেসার শোয়েব আখতার ক্ষুব্ধ আমিরের সিদ্ধান্তে। ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘২৭ বছর বয়সে একজন বোলার কীভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে সীমিত ওভারের ক্রিকেটে মনোনিবেশ করতে পারে?’’ আমিরের সিদ্ধান্তের বিন্দুবিসর্গ বুঝতে পারছেন না শোয়েব।
আজকের বাজার/লুৎফর রহমান