ছাত্র আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
রোববার (২১ অক্টোবর) সকালে মহানগর দায়রা জজ আকবার হোসেন মৃধার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আমির খসরুর আইনজীবী মফিজুল হক ভূইয়া জানান, তারা ন্যায়বিচার পাননি।দীর্ঘসময় শুনানি ও ফাঁস হওয়া কথিত ফোন রেকর্ড আদালতে শুনানো হয় কিন্তু মামলায় রেকর্ডএর কন্ঠস্বর আমির খসরু কি না তা নিশ্চিত করেনি তদন্তকারী কর্মকর্তা। এ অবস্থায় শুনানির পর প্রথম পর্যায়ে আদালত জানায় আদেশ পরে হবে। পরে পিয়নের মাধ্যমে জানানো হয় জামিন বাতিল করা হয়েছে। এ অবস্থায় উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আমির খসরুর আইনজীবীরা।
এদিকে, রায়ের পরে আদালত চত্ত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীরা।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ আদালতে হাজির হন বিএনপি’র এ নেতা।
আজকের বাজা/এমএইচ