আমির খসরুর সঙ্গে ফোনে আলাপকারী নওমি আটক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে ফাঁস হওয়া ফোনালাপের সূত্র ধরে বরুড়া উপজেলা থেকে মিলহানুর রহমান নাওমী নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা।

রোববার (৫ আগস্ট) সকালে উপজেলার দেওড়া গ্রামে ফুফুর বাড়ি থেকে নাওমীকে আটক করা হয়ে বলে জানিয়েছে তার পারিবার।

নওমীর বাবার নাম সিদ্দিকুর রহমান। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-এট-ল সম্পন্ন করেন নওমী। বিএনপি নেতা আমির খসরুর মেয়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তার।

নাওমীর বাবার দাবি, তিনি কাজিনের বিয়ের দাওয়াত দিতে কুমিল্লা ফুফুর বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ডিবি সদস্যরা তাকে আটক করে।

পরিবারের দাবি, কাজিনের বিয়েতে দাওয়াত দেওয়ার জন্য নাওমী আমির খসরুকে ফোন দিয়েছিল।

এদিকে নাওমীর সাথে তার এক মামা মঞ্জুরুল আলম ও চাচা ফরিদুর রহমানকেও আটক করে ডিবি পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়।

শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর সাথে এক ছাত্রের অডিও ফোনালাপ ভাইরাল হয়। অডিও ক্লিপটিতে বিএনপি নেতা ওই ছাত্রকে ঢাকায় আন্দোলনে সক্রিয় হতে আহ্বান জানান।

আজকের বাজার/এমএইচ