বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচ আসরের চারবারই চ্যাম্পিয়ন অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। তাঁরই হাত ধরে প্রথম শিরোপার দেখা পেলো রংপুর রাইডার্স। পাশাপাশি অধিনায়ক মাশরাফির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাই স্বভাবতই টি-টোয়েন্টিতে মাশরাফির ফেরা প্রসঙ্গে আলোচনা হচ্ছে। তবে এমন চিন্তা মাথায় নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
বিপিএলের ১৪ ম্যাচের ১৪ ইনিংসে বল করে ১৫ উইকেট নিয়েছেন মাশরাফি। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় আছেন ৭ নম্বরে। অন্যদিকে ৯ ইনিংসে ব্যাট করে ১৫২ স্ট্রাইকরেটে করেছেন ১৩১ রান। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট থেকে বিদায় জানানো মাশরাফির পারফরম্যান্স রংপুর রাইডার্সের শিরোপা জয়ের মতো উজ্জ্বল। ফের কি জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা যাবে মাশরাফিকে? এমন প্রশ্নের জবাবে এই ক্রিকেটার জানিয়েছেন, “ফেরার চিন্তা করছি না। আমার আজেবাজে জিদ নেই। টি-টোয়েন্টি পছন্দ করি না কিংবা খেলতে পছন্দ করি না—এসব যদি চিন্তা করে খেলি, তাহলে দলের জন্য সেটা ভালো নয়। যারা তরুণ ক্রিকেটার আছে, তারাও ভুল বার্তা পাবে। সব সময়ই চেষ্টা করি যেটা খেলি, যেখানেই খেলি আমার শতভাগ দিতে। কী হবে, কত দূরে যাব—এসব ভাবি না।”
এদিকে দলের সাফল্যে খুশি এই ক্রিকেটার। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন নিজের অনুভূতি, “খুব ভালো লাগছে। রংপুরে যখন স্বাক্ষর করি, তখন ওদের প্রত্যাশা ছিল যে দলটা যেন সেমিফাইনাল খেলে। অনেক কষ্ট করে সেমিফাইনালে উঠতে হয়েছে। এতেই উনারা খুশি ছিলেন।”
শেষ চার নিশ্চিতের সুযোগটি কাজে লাগাতে চেয়েছেন মাশরাফি, “চতুর্থ দল হিসেবে যখন গ্রুপ পর্ব পার করলাম, একটিই বার্তা ছিল, আমরা যে সুযোগ পেয়েছি, সেটা কাজে লাগাতে হবে। আমরা যেন অলআউট ক্রিকেট খেলি, স্বাধীনতা নিয়ে। যেটা করতে মন চায়, সেটা যেন পূর্ণ স্বাধীনতা নিয়ে করি। কোনো দোষাদোষী নেই। দায় চাপানো নেই। কেউ কাউকে দোষ দেয়নি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল।”
আজকের বাজার: সালি / ১৩ ডিসেম্বর ২০১৭