গাজীপুর সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা আজ দিবাগত রাতেই শেষ হচ্ছে। তাই প্রার্থীরা ভোটের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
ভোট প্রার্থনা করে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি আপনাদের পরীক্ষিত মানুষ, আমি আপনাদের সঙ্গে বেইমানি করব না।’
রোববার (২৪ জুন) কাউলতিয়ার সালনা এলাকায় ভোটারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার কাজের মাধ্যমে এবং শ্রমের মাধ্যমে, গাজীপুরের প্রত্যেক মানুষকে এখানে শান্তি-শৃঙ্খলা অবস্থায় আমি তাদের রাখতে চাই। সব ধর্মের মানুষ, সব পেশার মানুষ, সব বয়সের মানুষ একসঙ্গে বসবাস করবে। তাদের সবার দায়িত্বটা রাখতে চাই। আজ পর্যন্ত আমাদের গাজীপুরে, আওয়ামী লীগের পক্ষ থেকে বিরোধীদলের কোনো ভাই-বন্ধুদের বিরুদ্ধে কোনো মামলা করা হয় নাই। কোনো ধরনের চিটিং আমরা করি নাই।’
‘কারণ আমরা বিরোধী দলকে নিয়েই এখানে রাজনৈতিকভাবে বলেছি যে আসুন, আমি আমার নয়, আমি বিএনপির প্রার্থীরও প্রতিদিন খোঁজ-খবর নিচ্ছি। তাঁর শারীরিক অবস্থা কী, তাঁর কোনো নেতাকর্মী কোনোভাবে হয়রানি হয় কি না। কোনো ধরনের সামাজিকভাবে প্রতিবন্ধকতা হয় কি না।’
তিনি আরও বলেন, ‘জানেন আপনারা, তারা ৪০ বছর কোনো না কোনো দায়িত্বে ছিল। সে সময় তারা অনেক কাজ করে নাই, তারা ভবিষ্যতে কী কাজ করবে, সেই বিষয়ে কিছু বলে নাই। তার পরও তিনি যেহেতু বয়সে মুরব্বি, আমি সব সময় উনাকে সামনে দিয়ে, আমি আমার কাজগুলো করেছি।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বলেছি, শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ ছাড়া যারা এখানে যত লোক আছে, আমি সবারই গার্ডিয়ান হিসেবে, আমি একজন কর্মচারী হিসেবে কাজটা করে দিতে চাই। প্রশাসন হচ্ছে সত্যের পক্ষে। প্রশাসনের দায়িত্ব হচ্ছে, সরকারি কর্মকর্তার দায়িত্ব হচ্ছে, সত্যের পক্ষে থাকা, জনগণকে সহযোগিতা করা, আমি এইটাই প্রশাসনের কাছে চেয়েছি। আমি প্রতিদিনই খেয়াল রাখছি, নির্বাচন কমিশনে যাঁরা আছেন, সরকারি দায়িত্বে যাঁরা আছেন, কোনো মানুষের যেন, কোনো নাগরিকের যেন ক্ষতি না হয়। এমন কিছু যেন তারা না করে। এই নাগরিক আমাদের, তাদের জানমালের রক্ষা করার সবকিছুর দায়িত্ব হলো আমাদের, কোনোভাবেই একজন সাধারণ মানুষ যাতে কারো দ্বারা হয়রানি না হয়। সেটা আমি দিনরাত সজাগ থেকে সেটা খেয়াল রাখি। এবং আমি সারা জীবনই রাখব, যেন আমাদের গাজীপুরবাসীর কোনো ধরনের ক্ষতি না হয়।’
আগামী মঙ্গলবার এই সিটি করপোরেশনের ভোট হওয়ার কথা রয়েছে।
আরজেড/