আবারও মেসি ও নেইমারকে এ্কই দলে দেখা যেতে পারে।তবে কোথায় ও কোন দলে তার জন্য মেসি ও নেইমার ভক্তদের অপেক্ষা করতে হবে।এমন ইঙ্গিত দিয়েছেন ফুটবলের যাদু কর নেইমার।
গতকাল রোববার একটি টুইট করেছেন তিনি। তাতে বন্ধু মেসির সঙ্গে তোলা নিজের একটি ছবি জুড়ে দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, যখন আমি ও আমার বন্ধু লিও মেসি একসঙ্গে হই, দারুণ কিছু ঘটে। শিগগির এ নিয়ে আপনাদের আরও বলব। আপাতত শান্ত থাকুন।
তাই এখন শুধু অপেক্ষা করার পালা। কবে ও কোথায় এক সাথে দেখা যাবে ফুটবলের এই মহা তারকাদের।
আজকের বাজার/আরজেড