ঢালিউডের অল্প সময়ের মধ্যে শীর্ষ নায়িকাদের কাতারে চলে আসা নায়িকাদের মধ্যে অন্যতম বুবলীর জন্মদিন আজ। বুবলী অভিনীত এ পর্যন্ত ৪টি ছবি মুক্তি পেয়ছে। ঢালিউডি নায়িকা’র তকমা গায়ে জড়ানোর পর এটি বুবলীর দ্বিতীয় জন্মদিন।
গত বছরও বুবলীর জন্মদিনে ছিল না তেমন কোনো জমকালো আয়োজন। জন্মদিনের প্রথম প্রহর থেকে শেষ প্রহর পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটান তিনি।
এ প্রসঙ্গে নায়িকা বুবলী বলেন, জন্মদিন, ঈদের দিন, নববর্ষ বছরের এমন আরো বিশেষ বিশেষ দিনে সাধারণত আমি পুরোটা সময়ই পরিবারের সাথেই কাটাই। এবারের জন্মদিনেও আমি পরিবারের সঙ্গে সময় কাটাবো।
চলচিত্র জীবনের প্রাপ্তি সম্পর্কে এ নায়িকা বলেন, ঢালিউডে মাত্র ২ বছরে আমার যে অবস্থান, আমার যে প্রাপ্তি তা নিয়ে আমি উচ্ছ্বসিত। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। তাদের এই ভালোবাসা আমি আজীবন ধরে রাখতে চাই। আগামী দিন গুলোতে আরো ভালো ভালো গল্পের চলচ্চিত্রে কাজ করে যেতে চাই।
শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ‘বসগিরি’ ও ‘শ্যুটার’ ছবি মুক্তি পায় বুবলীর। এরপর এ বছর মুক্তি পায় ‘অহংকার’ ও ‘রংবাজ’। এ দুটি ছবিও ছিল শাকিব খানের সঙ্গে।
বর্তমানে বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির শুটিং চলছে। এছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আরো ২ টি ছবিতে। এগুলোতেও তার সহশিল্পী শাকিব খান।
আজকের বাজার: সালি / ২০ নভেম্বর ২০১৭