২০১৯ বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপের পর চোটের কারণে খেলেননি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছেন। যা অধিনায়ক হিসেবে হতে পারে তার শেষ সিরিজ!
শনিবার, ২৯ ফেব্রুয়ারি দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অবসর নিয়ে এক প্রশ্নে খেপে যান মাশরাফি। নিজের পারফরম্যান্স নিয়ে আত্মসম্মানবোধের প্রশ্ন তোলায় উল্টো সাংবাদিককে মাশরাফি বলেন, ‘আমি কি চোর?’
ইংল্যান্ড বিশ্বকাপে মাত্র একটি উইকেট পেয়েছিলেন মাশরাফি। বিশ্বকাপের পর থেকে মাশরাফিকে নিয়ে নেতিবাচক আলোচনাই হয়েছে বেশি। এমন এমন সব সমালোচনা হয়েছে যা ম্যাশের আত্মসম্মানে লাগার মতো। সমালোচকরা তার লজ্জা নিয়েও প্রশ্ন তুলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে সমালোচনার কড়া জবাব দিয়েছেন ওয়ানডে অধিনায়ক।
আগামীকাল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ।
তিনি বলেন ‘প্রথমত আত্মসম্মান বা লজ্জা, আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা আত্মসম্মান আমি মেলাতে পারি। এত জায়গায় চুরি হচ্ছে, চামারি হচ্ছে ওদের কি লজ্জা নাই? আমি মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগবে, আমি কি চোর? উইকেট আমি নাই পেতে পারি। আপনারা বলবেন, সাপোর্টাররা বলবে লজ্জা পেতে হবে কেন? বাংলাদেশের হয়ে খেলছি নাকি অন্য কোনো দেশের হয়ে ক্রিকেট খেলছি? যে আমার লজ্জা পেতে হবে।’
সত্যিই কি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি অধিনায়কত্বের শেষের শুরু হয়ে যাচ্ছে রবিবার (১ মার্চ)? এ প্রশ্নই এখন ক্রিকেটপাড়ায় ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে দিয়ে দুই দলের মধ্যকার ওডিআই সিরিজ শুরু হয়ে যাবে। আর এ সিরিজ শেষ হতেই মাশরাফির অধিনায়কত্ব শেষ হয়ে যেতেও পারে। সত্যিই কি তা হবে? নাও হতে পারে। আর যদি তা হয় তাহলে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করা হতে পারে।
নিজের অবসর নিয়ে এক প্রশ্নে খেপে যান মাশরাফি। সাংবাদিককে বলেন, ‘আমি পারিনি আমাকে বাদ দিয়ে দেবে। জিনিসটা সিম্পল। আমার লজ্জা-আত্মসম্মান বোধ কার সঙ্গে দেখাতে হবে? আমি কি বাংলাদেশের মানুষের বিপক্ষের মানুষ? যে কেউ পারফর্ম না-ই করতে পারে। সেটা তার ডেডিকেশন অথবা কোনো জায়গায় ল্যাকিংস থাকে ডিসিপ্লিন না থাকে এগুলো নিয়ে প্রশ্ন আসতেই পারে। আমি উইকেট পাই না সমালোচনা হবে। কথাটা যখন আসে লজ্জা-আত্মসম্মান বোধ তখন আমার প্রশ্ন থাকে। আমার সমালোচনা করুক, আমি ক্রিকেট খেলতে এসে আত্মসম্মানবোধ বিসর্জন দিতে এসেছি না কি?’
অধিনায়ক হিসেবে মাশারাফি ৮৫ ম্যাচ খেলে ৯৮ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ২৯ রান দিয়ে পেয়েছেন চার উইকেট। ওভার প্রতি দিয়েছেন ৫ দশমিক ১২ রান। অধিনায়ক না থাকা অবস্থায় ১৩২ ওয়ানডেতে নিয়েছেন ১৬৮ উইকেট। সেরা বোলিং ফিগার ২৬ রান দিয়ে ছয় উইকেট। ওভার প্রতি দিয়েছেন ৪ দশমিক ৭১ রান করে।
আজকের বাজার/এমএইচ