আমি কোনোদিন জাতীয় পার্টির সদস্য ছিলাম না:মুহিত

১৯৮২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত হুসেইন মুহম্মদ এরশাদের অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি পরিষ্কারভাবে মঙ্গলবার জাতীয় সংসদে জানালেন ‘আমি কোনোদিন জাতীয় পার্টির সদস্য ছিলাম না, মন্ত্রী তো দূরের কথা।’

৬ জুন মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে সম্পূরক বাজেটের উপর দেওয়া বক্তব্যের শুরুতেই তিনি তার অবস্থান পরিষ্কার করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

আবুল মাল আবদুল মুহিত বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ এই মুহুর্তে এখানে নেই। উনি থাকলে পরিষ্কার করতেন। তিনি ক্ষমতা গ্রহণ করে ঘোষণা করেন উনি অন্তর্বতীকালীন সরকার। ২ বছর পরে পার্টি প্রতিষ্ঠা হবে। তার সা

আজকের বাজার : এলকে /এলকে ৬ জুন ২০১৭