‘আমি জাতীয় পাটির সদস্যও ছিলাম না, মন্ত্রী তো দূরের কথা’

জাতীয় পার্টির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি কোনোদিন জাতীয় পার্টির সদস্য ছিলাম না, মন্ত্রীও ছিলাম না। জেনারেল এরশাদের সামরিক সরকারের মন্ত্রী ছিলাম। জাতীয় পার্টির তখন জন্মও হয়নি। আশা করি তারা মনে রাখবেন। যদি মনে না রাখেন তবে আমি আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব’

সোমবার(১১ জুন) সংসদে ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী আলোচনায় এই হুমকি দেন অর্থমন্ত্রী।

এর আগে সম্পূরক বাজেট নিয়ে আলোচনায় জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য রোববার মুহিতের কড়া সমালোচনা করেছিলেন। সোমবার বক্তব্যে জাতীয় পার্টির সেলিম উদ্দিন অর্থমন্ত্রী মুহিতকে ‘জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন’ বলে উল্লেখ করায় এ হুমকি দেন মুহিত।

সোমবার (১১ জুন) অর্থমন্ত্রীর বক্তব্যের পর সম্পূরক বাজেটের বিভিন্ন মঞ্জুরি দাবি এবং এর উপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ পুনরায় প্রসঙ্গটি তোলেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টির বহু পূর্বেই জেনারেল এরশাদের সামরিক সরকারের অর্থমন্ত্রী হিসেবে বাজেট দিয়েছেন। আমরা এটা রেকর্ডে রাখতে চাই, তিনি (মুহিত) আমাদের জাতীয় পার্টির কখনোই সদস্য ছিলেন না।

‘আরও আশ্বস্ত করতে চাই আপনার মতো একজন জ্ঞানী-গুনী মানুষকে ভবিষ্যতে জাতীয় পার্টি কখনোই স্থান দেবেন না। এর জন্য আপনাকে আদালতে যেতে হবে না।’

অন্যদিকে সেলিম উদ্দিন বলেন, ‘অর্থমন্ত্রী যেভাবে ধমকিয়েছেন… সহকর্মী হিসেবে এভাবে ধমকানোর সুযোগ নেই।’

আরজেড/