ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ লিসেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। এ নিয়ে চলতি লিগে ১২ ম্যাচে ১১টি জয় পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ম্যানসিটি।
লিগের অন্য প্রতিপ্রক্ষ ম্যানচেস্টার ইউনাইডের সঙ্গে ম্যানসিটির পয়েন্ট ব্যবধান ৮। এই আট পয়েন্ট যাতে হাত ছাড়া না হয়ে যায় সেই জন্য দলের খেলোয়াড়দের সর্তক করে দিয়েছেন কোচ গার্দিওয়ালা।
দলের গতি যাতে থেমে না যায়, যাতে পয়েন্ট হারাতে না হয় সেই জন্য খেলোয়াড়দের সর্তক করে গার্দিওয়ালা বলেন, ৮ পয়েন্ট হারাবে আমি সেটি হতে দিব না। কারণ আমি ওদের কোচ। গার্দিওয়ালা বলেন, আমার দল থেমে যাবে না। আমি সেটি হতে দেব না। যদি এমনটি হয় আমি তাদের মেরেই ফেলবো।
আগামী ২২ নভেম্বর ডাচ প্রতিপক্ষ ফেওনুর্দের মুখোমুখি হবে ম্যান সিটি। এরপর ২৬ নভেম্বর ইংলিশ প্রতিপক্ষ হাদ্দার্সফিল্ড টাউনের বিপক্ষে নামবে গার্দিওয়ালার শিষ্যরা। আর ৩০ নভেম্বর সাউথাম্পটনের মুখোমুখি হবে গার্দিওয়ালার শিষ্যরা। সব মিলিয়ে খুব ব্যস্ত সময় পাড় করতে হচ্ছে ম্যানসিটি তারকাদের। প্রতিপক্ষ দল সম্পর্কে গার্দিওয়ালা বলেন, তারা খারাপ থেলতে পারে। তারপরও তারা আমাদের পরাজিত করতে যাচ্ছে।
তিনি বলেন, আপনি যদি দলগুলোর দিকে লক্ষ্য করেন, দেখবেন তারাও বল পেতে চায় ও খেলতে চায়। বাড়িয়ে বলার মতো কোনো দল আমরা না। এমনটি হবেও না।
আজকের বাজার: সালি / ২০ নভেম্বর ২০১৭