আমি নিজেকে ‘এ প্লাস’ দেব: ট্রাম্প

নিজেকে  ‘এ প্লাস’ এর যোগ্য বলে দাবি করেন মার্কিন প্রেসিডন্ট ডোনাল ট্রাম্প।

বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যম ফক্স চ্যানেলকে দেওয়া এক  সাক্ষাৎকারে এই কথা তিনি এ কথা বলেন।

সংবাদমাধ্যম টাইম জানিয়েছে, ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে এই সাক্ষাৎকার দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি নিজেকে এ প্লাস দেব। আমি যা করেছি তা আর কেউ করতে পারেনি, আর মাথার ওপরে সমালোচনার মেঘ নিয়েই আমি এ কাজ করেছি।’ ট্রাম্প দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা।

ট্রাম্প আরও দাবি করেন, প্রথম বছরে আর কোনো প্রেসিডেন্ট এত বেশি কাজ করেনি।

সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ট্রাম্পের নিজেকে ‘এ প্লাস’ দেওয়ার ঘটনা এই প্রথম নয়। গত বছর অক্টোবরে পুয়ের্তো রিকো দ্বীপে হারিকেন মারিয়া দুর্যোগ সামাল দেওয়ার ঘটনাতেও তিনি নিজের প্রশাসনকে ‘এ প্লাস’ দেন।

ট্রাম্প বলেন, ‘টেক্সাস এবং ফ্লোরিডায় দুর্যোগ মোকাবেলায় আমরা এ প্লাস পেয়েছি। পুয়ের্তো রিকোতে আরও কঠিন পরিবেশে আরও ভালো কাজ করেছি আমরা।’

আরজেড