ফ্যাফ ডুপ্লেসি টি-টোয়েন্টি দলের হয়ে ভারত সফরে না আসায়, ডি কক-কে ই এ বার অধিনায়ক বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরা। মনে করা হচ্ছে, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে কুইন্টন ডি কক-কে।
তিনি নিজে কী ভাবছেন? ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন কুইন্টন বলেছেন, ‘‘আমি এখনই এই সব নিয়ে ভাবছি না। এটা আমার জীবনের নতুন একটা মোড়। আমার দায়িত্বটা আরও বেড়ে গেল। চাপ নিতে আমি তৈরি। তবে বলতে পারব না, এই চাপে আমার ভাল হবে না খারাপ।’’
আজকের বাজার/লুৎফর রহমান